রাঙ্গুনিয়ায় চোলাই মদসহ একজন গ্রেফতার
রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলা আমতৈল মোড় হতে ৫০ লিটার চোলাই মদ ভর্তি সিএনজি চালিত অটো রিক্সাসহ একজন গ্রেফতার।
৫ জুলাই বুধবার ২০২৩ ইং তারিখ রাতে গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার একটি টিম এসআই সোহেল কুদ্দুস এর নেতৃত্বে উপজেলার শিলক ইউনিয়ন ৩নং ওয়ার্ড আমতৈল মোড়ে এ অভিযান চালানো হয়।
পুলিশের সূত্রে জানা যায়, আমতৈল মোড় আক্তারের মুদি দোকানের সামনে থেকে উপজেলা পার্শ্ববর্তী সরফভাটা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড ছমদ সওদাগরের নতুন বাড়ি বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে সাইফু উদ্দিন(২৬) হতে ৫০ লিটার চোলাই মদ ভর্তি সিএনজি চালিত অটো রিক্সাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় যার মূল্য অনুমানিক ২৫ হাজার টাকার বেশি। এ সময় আসামির সহযোগী উল্লেখিত একই এলাকার বাসিন্দা কালা মুন্সির পাড়ার হারুন (প্র: বুচিংঙ্গা) ছেলে মোঃ জাগের হোসেন(৩৫) পালিয়ে যায়।
দক্ষিণ রাঙ্গুলিয়া অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মামলায় রুজু করা হয়েছে ৬ জুলাই বৃহস্পতিবার আসামিকে আদালতে প্রেরণ করা হবে এবং পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।