ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১০:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ী থানার বিদায়ী ও নবাগত ওসি’র সংবর্ধনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 12, 2023 - 2:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 91 বার

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী থানার বিদায়ী ও নবাগত ওসিকে সংবর্ধনা প্রদান এবং থানা চত্তরে নবনির্মিত ইকোপার্ক ও শিশুপার্ক উদ্বোধন করেছেন দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ পিপিএম।

বুধবার বিকেল ৩টায় থানার সভাকক্ষে এক সুধি সমাবেশে বিদায়ী ওসি আশ্রাফুল ইসলাম কে বিদায়ী সংবর্ধনা ও নবাগত ওসি মোস্তাফিজার রহমান কে বরণ করা হয়।

ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলম এর বদলী হওয়ায় তাকে বিদায়ী সংবর্ধনা ও নবাগত ওসি মোস্তাফিজার রহমান কে বরণ করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ পিপিএম।

এতে অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত ফুলবাড়ী সার্কেল) শেখ মুহাম্মদ জিন্নাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার প্রমুখ।

এসময় বীর মুক্তিযোদ্ধাগণ,সাতটি ইউনিয়নের চেয়ারম্যানগণ,জনপ্রতিনিধি,শিক্ষক ও গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।

পরে থানা চত্তরের শোভাবর্ধনসহ নির্মিত ইকোপার্ক ও শিশুপার্ক উবোধন করেন দিনাজপুর পুলিশ সুপার।