ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

হাটহাজারীতে জাল টাকাসহ আটক ১

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 12, 2023 - 4:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 991 বার

সুমন পল্লব হাটহাজারী( চট্টগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রামের হাটহাজারীতে জনতা কর্তৃক জাল টাকাসহ নুরুল ইসলাম সোহেল (৩১) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ফতেপুরস্থ মদনহাট বাজার থেকে ২৬ হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করা হয়। আটক চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর নেজামের বাড়ির নুরুল আবছার পুত্র বলে জানা গেছে। তবে দীর্ঘদিন ধরে এ কাজে জড়িত আটক ব্যক্তি নাজিরহাট পুরাতন ব্রিজ এনামের ভাড়া বাসায় থাকে বলে

প্রতিবেদককে জানায় সে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, আটক ব্যক্তি প্রতারণার উদ্দেশ্যে মোঃ লোকমান (৬২)নামে এক বয়স্ক ভাসমান দোকানদারের কাছ থেকে ৫০ টাকার আমড়া কিনে ৫০০ টাকার জাল নোট ধরিয়ে দেয়। দোকানদার বাকি টাকা ফেরৎ দেয়। তবে নোটটি হাতে নিয়ে সন্দেহ করে কসলাতে থাকলে শাহজাহান নামে এক যুবককে জানালে সে নোটটি জাল হিসেবে শনাক্ত করে এবং পাশের একটি চায়ের দোকান থেকে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়।

কোন সদুত্তর দিতে না পেরে তাকে তল্লাশি করলে এক হাজার টাকার সাতটি নোট ও পাঁচশ টাকার ৩৮টি জাল নোট পাওয়া যায়। পরে সংবাদ পেয়ে মডেল থানার এসআই জসিম তাকে আটক করে নিয়ে যায়। তিনি বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে তাকে আটকের পর শত শত জনতা পরিষদের সামনে ভিড় করে। ভাসমান ও স্থায়ী অনেক দোকানদারই জানায় সে বিগত কয়েক বছর ধরে তাদের সাথে প্রতারণা করে যাচ্ছে।