ঢাকা | এপ্রিল ৭, ২০২৫ - ৪:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 15, 2023 - 2:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 1306 বার

শরিফুল ইসলাম বাবুল,সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে মোহাম্মদ আবরার আহীল(০২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুলাই) বিকেল ৫ টার দিকে সখীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাঁচা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই শিশু আবরার আহীল সখীপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিজারুল ইসলাম সিজারের একমাত্র ছেলে ।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেল ৫ টার দিকে নিহত আবরার খেলতে খলতে বাসার ভিতরে পানি ভর্তি হাউজে পড়ে যায়। পরিবারের দৃষ্টিগোচর হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আবাসিক মেডিকেল কর্মকর্তা এ এম সাইহাম বলেন, শিশুটি হাসপাতালে আনার পূর্বেই মারা যায় এবং আমরা ইসিজি করে নিশ্চিত হয়েই মৃত ঘোষণা করি।

শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Proudly Designed by: Softs Cloud