তারাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ে এক ট্রাক নতুন বেঞ্চ উপহার দিলেন ইউএনও
ষ্টাফ রিপোর্টারঃময়মনসিংহের তারাকান্দা উপজেলার তারাকান্দা ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষে জরাজীর্ণ ভাঙাচোরা বেঞ্চ সরিয়ে নিয়ে নতুন ৪০ টি (২০জোড়া) বেঞ্চ সারপ্রাইজ উপহার দিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। ইউএনও”র উদ্যোগে তারাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল আলম
এর সহযোগিতায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এই বেঞ্চ দেওয়া হয়।
গত মে মাসে বেলা ১১ টার দিকে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত। স্কুলে গিয়ে দেখেন ক্লাসে বেঞ্চ সংকট, বেঞ্চ যাও আছে তা ভাঙাচোরা,কোনো কোনো শ্রেণি কক্ষে বেঞ্চও নাই, বেঞ্চ না থাকায় গাদাগাদি করে এক বেঞ্চেই বসেছে অনেক শিক্ষার্থী। তদপ্রেক্ষিতে ১৭ জুলাই সোমবার ওই বিদ্যালয়কে সারপ্রাইজ উপহার হিসেবে দিলেন এক ট্রাক নতুন বেঞ্চ।
ইউএনও মিজাবে রহমত বলেন, উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোকে আমরা পরিপাটি এবং আধুনিক বিদ্যালয় হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় ২০জোড়া বেঞ্চ ইউপি চেয়ারম্যান খাদেমুল আলমের সহযোগিতায় উপহার দিলাম।
তিনি বলেন, সরেজমিনে গিয়ে দেখি বিদ্যালয়ে বেঞ্চ সংকট, বেঞ্চ যাও আছে তা ভাঙাচোরা,কোনো কোনো শ্রেণি কক্ষে বেঞ্চও নাই, বেঞ্চ না থাকায় গাদাগাদি করে এক বেঞ্চেই বসেছে অনেক শিক্ষার্থী। বিদ্যালয়ের পুরাতন বেঞ্চ সরিয়ে নতুন বেঞ্চ দেওয়া হয়। সারপ্রাইজ উপহার হিসেবে নতুন বেঞ্চগুলো যখন বাচ্চাদের দেয়া হয় তখন বাচ্চারা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায়। এছাড়াও স্কুলের আরো কিছু সমস্যা আছে কিনা তা পরিদর্শন করে দেখা হয়।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল আলম, উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।।