তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট ও অস্ত্রের আঘাতে স্বামী-স্ত্রী সহ আহত তিন,আটক এক
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট ও ধারালো অস্ত্রের আঘাতে এক মহিলাসহ তিন জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্রের আঘাতকারী শামিম হোসেন কুতুব (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টায় পৌর শহরের হাসপাতাল মোড়ে এ সংঘর্ষ ও মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের বড় ভাই আব্দুস সালাম বাদি হয়ে ওইদিন রাতে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান।
আহতরা হলেন পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের সলিমুদ্দিনের ছেলে ইটের খোয়া ব্যাবসায়ী সোহেল সরকার (২৯), তার স্ত্রী সুমি বেগম (২৫) সালাম সরকার (৫০) । আহত সোহেল ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সোহেলের স্ত্রী সুমি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশের হাতে আটক শামীম সরকার( কুতুব (৪২), একই এলাকার মৃত আলিমুদ্দিন সরকারেরর ছেলে।
মামলা সুত্রে জানা যায়,মামলার বাদি আব্দুস সালাম সরকারের ছোট ভাই সোহেল সরকার ইটের খোয়ার ব্যাবসা করে, কিন্তু শামীম সরকার কুতুব ইটের পালা থেকে মাঝে মধ্যেই ইট ও খোয়া চুরি করে নিয়ে যায় এমন অভিযোগ তাদের।
সোমবার দিবাগত রাতে হাসপাতাল মোড়ে শামীম সরকার কুতুবকে দেখতে পেয়ে খোয়া চুরির বিষয়ে বলতে গেলে, শামিম এই হামলা মারপিট করে, এসময় সোহেলের স্ত্রী সুমি ও মামলার বাদি সালাম সরকার সোহেলকে রক্ষা করতে গেলে তাদেরকেও মারপিট করে ও সোহেলের শরিরের বিভিন্ন জায়গায় ১০/১৫ ইঞ্চি লম্বা একটি ডু ড্রাইভার দিয়ে আঘাত করে ও সোহেলের স্ত্রীকে ইট দিয়ে ঢিল দেয় এবং পেটে লাথি মেরে পালিয়ে যায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান ঘটনা নিশ্চত করে বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত শামিম হোসেন কুতুবকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটক ব্যক্তীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।