ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 25, 2023 - 8:00 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 75 বার

মো.লায়ন ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি, নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে র‌্যালি,পোনামাছ অবমুক্ত,উদ্বোধন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ মৎস্যচাষীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।

নবাগত উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তারের সঞ্চালনায় ও ইউএনও মো.তাজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এ সময় উপস্থিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ মৎস্য চাষীগণ।