লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরে লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সিটির বৃক্ষরোপন
লক্ষ্মীপুর : আন্তর্জাতিক অরাজনৈতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সিটির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও পৌর জনকল্যান একাডেমী প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে সংগঠনটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সিটির সভাপতি আ হ ম মোশতাকুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ নাসরিন আক্তার, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আবদুল মালেক, কাউন্সিলর আবুল কালাম, লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সিটির সহ-সভাপতি হাবিবুর রহমান সবুজ, জসিম উদ্দিন মাহমুদ, সাধারন সম্পাদক এড. মাহির আসহাব, লায়ন ইসমাইল হোসেন, লায়ন আশরাফুল ইসলাম, লায়ন আসাদুজ্জামান, লায়ন এড. জিহাদ হোসেন, লায়ন ফিরোজ উদ্দিন হাওলাদার প্রমুখ।
এসময় দুই শতাধিক গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।