এই মহাশূন্যে এমন একটা মানুষ থাকুক..
আনিকা ইসলাম।
এই মহাশূন্যে এমন একটা মানুষ থাকুক বিধ্বস্ত হয়ে, ভেঙে পড়ে, হতাশার চরমে ডুবে গিয়ে যাকে একটাবার জড়িয়ে
ধরে কাঁদতে পারলে মনের ভিতর প্রশান্তি অনুভব হবে। মনে প্রাণে আসবে সজীবতা; চোখে মুখে ফোঁটে উঠবে বেঁচে থাকার আজন্ম সাধ।
একটা মানুষ থাকুক যার কাছে সবটা বলা যাবে অবলীলায়। কত কথা জানানো বাকি। বলতে গেলে বুকের কাছটায় দলা পাকিয়ে আসে আমার নিঃসঙ্গতার গল্পগুলো। বলা হয়ে উঠে না আর! একটা মানুষ থাকুক যে শীতল চোখ দেখেই বুঝে নিবে বুকের ভেতরটার নিঃঙ্গতা।
একটা মানুষ থাকুক বিধ্বস্ত পৃথিবীর এক টুকরো জমিনে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে আমাকে পাওয়ার তীব্র আকুতি জানাক। একজোড়া হাত আমার জন্য প্রার্থনারত থাকুক। আমাকে পাওয়ার আনন্দে অশ্রুসিক্ত হোক একজোড়া পবিত্র চোখ।
শুধু ভালোবাসা নয় কেউ একজন থাকুক যে পুরো আমিটার মায়ায় পড়বে। যে শেষ পর্যন্তু আমার সাথে থেকে যাবে। ছন্নছাড়া, এলোমেলো এই আমিটাকে গভীর যত্নে আগলে রাখবে বুকের মাঝে। শুধু স্বপ্ন নয় আজন্ম পথচলার সঙ্গী হয়ে কেউ একজন আসুক।♡