বারহাট্টায় বিএনপির আগুনসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
নেত্রকোনা প্রতিনিধিঃ ঢাকাসহ দেশ ব্যাপী বিএনপির আগুনসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোনার বারহাট্টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বারহাট্টা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচী পালন করা হয়। রবিবার দুপুর ২ টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খাইরুল কবীর খোকন,বারহাট্টা সদর ইউনিয়নের পরপর তিনবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ, ও ছাত্রলীগের নেতা কর্মীরা।