ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ১০:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে আশায় ওসির পুরস্কার কর্মসংস্থান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 30, 2023 - 6:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 28 বার

ষ্টাফ রিপোর্টারঃময়মনসিংহে মাদকসেবন ও মাদকব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় ২ মাদকসেবীকে পুনর্বাসনের জন্য কোতোয়ালী মডেল থানা পুলিশের পক্ষ থেকে পুরস্কার ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।

রবিবার (৩০ জুলাই) দুপুরে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তার কার্যালয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় মাদকসেবীদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানানো শেষে তাদেরকে এ পুরস্কার ও কর্মসংস্থানের প্রয়োজনীয় কাগজপত্র হাতে তুলে দেন ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার))। স্বাভাবিক জীবনে ফিরে আসা দুই মাদক সেবী হলেন নগরীর গোহাইলকান্দি এলাকার মিয়া হোসেনের পুত্র মোঃ শরিফুল ইসলাম(৩২), ত্রিশাল বাজার এলাকার মতিউর রহমানের পুত্র মোঃ মাহবুবুর রহমান(২৬),

পুলিশ জানান- স্বাভাবিক জীবনে ফিরে আসা দুজন মাদকাসক্ত থাকা অবস্থায়, মাদক নিরাময় কেন্দ্র হইতে সেবা গ্রহন করে বর্তমানে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় কোতোয়ালী মডেল থানার পক্ষ থেকে তাদের ফুল দিয়ে বরন করে ধন্যবাদ জ্ঞাপন সহ মাদকের কু-ফলতা সম্পর্কে আলোচনা ও সুস্থ্য, সুন্দর স্বাভাবিক জীবন যাপনের জন্য সু-পরামর্শ প্রদান করেন অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ। এ ছাড়াও সুস্থ্য জীবনে ফিরে আসায় তাহাদের পুরস্কৃত করা সহ কর্মসংস্থানের ব্যবস্থা করেন থানার মানবিক ওসি শাহ কামাল আকন্দ।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন, রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপারের নিদের্শনায় মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছি। এর আগে প্রায় শতাধিক মাদকসেবী ও ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে সুস্থ জীবনে ফিরে আসতে আগ্রহ দেখালে তাদেরকে পুনর্বাসনে কাজ করে দিয়েছি এবং রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপার স্যারের নিদের্শনায় এ উদ‍্যোগ অব‍্যাহত থাকবে।

তিনি জানান, পুনর্বাসনের এই ২জনকে নজরদারিতে রাখতে স্ব-স্ব বিট অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে।এ সময় থানার অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।

এদিকে শাহ কামাল আকন্দের সহযোগিতায় মাদক ছেড়ে মাদকসেবীরা স্বাভাবিক জীবনে ফিরে আসায় উপজেলাব্যাপী সাধারণ মানুষ ওসির প্রশংসায় মেতে উঠেছেন সাধারণ মানুষ। অনেকেই জানান মাদকমুক্ত আধুনিক সমাজ বিনির্মানে ওসি শাহ কামাল আকন্দই প্রথম এমন উদ্যোগ নিয়েছেন। একাজটি নিশ্চয়ই প্রশংসার দাবী রাখে।