পত্নীতলায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত
মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক বাস্তবায়িত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় পত্নীতলা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পালের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, উপজেলা শিক্ষা অফিসার মোকলেছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, উপজেলা সমাজ সেবা অফিসার (ভারপ্রাপ্ত) সহিদুল ইসলাম, নওগাঁর কিশোর কিশোরী ক্লাবের ফিল্ড সুপার ভাইজার মিতা রানী, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার সমন্বয়ক আমিনুল হক, ইউ.পি চেয়ারম্যান নজরুল ইসলাম, সহিদুল ইসলাম সহ অন্যান্য চেয়ারম্যান, প্রধান শিক্ষকবৃন্দ, সূধীজন প্রমূখ।