ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বন্দি এক ভারতীয় নাগরিকের মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 3, 2023 - 8:54 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 53 বার

কেরানীগঞ্জ প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুখ কুমার নামে বন্দি এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি ভারতের দিল্লি, বিলাশপুরের, খেরট এলাকার ময়েশ আগারওয়ালার ছেলে। বুধবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা নিরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত অসুখ কুমারের নামে নেত্রকোণা জেলার বারহাট্টা থানায় মামলা রয়েছে। তিনি অসুস্থ থাকায় গত মাসের ২৭ তারিখে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। এরপর থেকে ৬ বার চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।