ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

এমপি ফারুক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 3, 2023 - 8:50 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 50 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : নিজ দলের এক মহল বা নৌকা বিরোধীরা অপপ্রচার করেছেন। তাদেরকে বলতে চায়, এমপির রাজনীতির বীজ অনেক শক্তিশালী। সুতরাং তাকে এসব করে রাজনীতির মাঠ থেকে সরানো যাবে না। আগামী নির্বাচনেও তিনিই নৌকা প্রতীক পাবেন। এটা বুঝতে পেরে এসব যড়যন্ত্র করছেন। তাদেরকে আহবান জানাব এমপির বিরুদ্ধে মিথ্যাচার করা মানে প্রধানমন্ত্রীর সাথে মিথ্যাচার করা। তাদের চক্রান্ত কখনো সফল হবার নয়।

এসময় তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক শিক্ষক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও আ.লীগ নেতা আবুল বাসার সুজন, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগ সভাপতি আব্দুল মতিন, মুন্ডুমালা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মোহাম্মাদ হোসেন মুন্টু, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি মজিবর রহমান, পৌর আ.লীগ নেতা প্রতাপ সরকার,

কামারগাঁ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন দক্ষিণ শাখার সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, উত্তর শাখার সভাপতি প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিক, সাধারণ সম্পাদক শ্রী নির্মল সরকার, কলমা ইউপি পূর্ব শাখার সভাপতি আব্দুর রহিম, পশ্চিমের সভাপতি মুনসুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান, তালন্দ ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল করিম মেম্বার, সাধারণ সম্পাদক হাসান মেম্বার ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রামিল হাসান সুইট উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই গোদাগাড়ী পৌরসভা আ.লীগ ও সহযোগী সংগঠনের সম্মেলনে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে এমপি ফারুক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার বক্তব্য প্রকাশ করা হয়। সেই বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনটি অনষ্ঠিত হয়।