খানসামায় জনপ্রতিনিধিদের ভূমিকা ও করণীয় শীর্ষক” সেমিনার অনুষ্ঠিত
মো.লায়ন ইসলামখানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামায় “সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র সফল বাস্তবায়নে জনপ্রতিনিধিদের ভূমিকা ও করণীয় শীর্ষক” সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৩ আগস্ট সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মো. মোখলেছুর রহমান। উপজেলা সমাজসেবা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসান, উপজেলার ছয় ইউপি চেয়ারম্যানগণ, প্যানেল চেয়ারম্যানগণ, মহিলা সদস্য, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।