ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কক্সবাজারে দখলমুক্ত হলো বনবিভাগের জমি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 18, 2020 - 2:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 108 বার

মোঃ শহিদ কক্সবাজার থেকে : কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কক্সবাজার রে‌ঞ্জের অভিযানে ঝিলংজা মৌজার সুকনাছরি এলাকার আরএস ৬৯২ দাগের সরকারি বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ।

এতে করে সরকারী সম্পদ ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৫ একর ভূমি। তবে ভূমিদস্যুদের কাউকে আটক করতে পারেনি।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর ) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে কক্সবাজার রেঞ্জের অধীনে থাকা সুকনাছড়ি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।বিষয়টি অবগত করেছেন কক্সবাজার রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সদরের স্পেশাল ওসি সমীর রঞ্জন সাহা।

তিনি বলেন ভূমিদস্যুদের জায়গা হবে না,। যারা বন বিভাগের জমি দখলে জবরদখল করছে তাদের আমরা কঠোর হাতে প্রতিরোধ করবো। বনবিভাগের জমিতে স্থাপনা নির্মানের খবর পেয়ে অভিযান চালিয়ে বনভূমি জবরদখল মুক্ত করা হয়েছে। অভিযানে কক্সবাজার রে‌ঞ্জের স্টাফগণ অংশ গ্রহণ ক‌রে।

সংশ্লিষ্ট ৮ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল মামুন ।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) হুমায়ুন কবির এবং সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল মামুন দখলদারদের বিরুদ্ধে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নির্দেশ দেন, এবং সহকারী বনসংরক্ষক আবদুল্লাহ আল মামুন অভিযানে সরাসরি অংশগ্রহণ করেন।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাঃ হুমায়ুন কবির বলেন, সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে। সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ করা হবে এবং জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমি রক্ষার্থে সচেষ্ট ভূমিকা পালন করবো। অভিযান চালিয়ে ভূমি জবরদখল এবং পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে। তথ্য দিয়ে বনবিভাগ কে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।