ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আগামী নির্বাচনে রওশনের বিজয়ে দলের কর্মী বাড়াতে নেতাকর্মীদের প্রতি সেলিমের আহবান 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 3, 2023 - 11:24 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 49 বার
ময়মনসিংহ প্রতিনিধি:আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির হাতকে শক্তিশালী করতে তার নেতৃত্বে জাতীয় পার্টিকে সাংগঠনিক ভাবে আরো এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম
বৃহস্পতিবার (২রা আগষ্ট) বিকালে জাতীয় পাটির সুন্দর মহলস্থ দলীয় কার্য্যলয়ে ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির ৩১নং ওয়ার্ড জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।  সভায় জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম কে বেগবান করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে মহানগর শাখার সকল কমিটিগুলোকে শক্তিশালী করণে নির্বাচনের আগেই প্রতিটি ওয়ার্ডে কমিটির সম্মেলন করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এসময় নেতৃবৃন্দকে তিনি বলেন-আগামী নির্বাচনে বিজয়ী হতে হলে আমাদের কে দলের কর্মী বৃদ্ধি করতে হবে। প্রয়োজনে প্রতিটি ভোট কেন্দ্রের আশপাশে কেন্দ্র কমিটি করতে হবে। একটা ভোট কেন্দ্রে ১শত কর্মী হলে মহানগরে প্রায় ৩হাজার ৩শত কর্মী বৃদ্ধি পাবে। আমাদের এভাবে এগিয়ে যেতে হবে। আমরা আগামী নির্বাচনে আমাদের দলের কর্মীর বাইরে আর কারো উপর ভরসা করবো না। তাই এখন থেকেই আমাদের প্রস্তুত হতে হবে। মহানগর জাতীয় পার্টির আহবায়ক ডাঃ কে আর ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইদ্রিস আলী, সদস্য সচিব আবজাল হোসেন হারুন, মহানগর শাখার যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর লাল মিয়া লাল্টু,শাহজাহান মিয়া,আবু বকর ছিদ্দিক, লিটন চিশতী,বকুল হোসেন মেম্বার,আব্দুল ছালাম,সাইফুল ইসলাম,ইকবাল হোসেন প্রমুখ।
পরে ৩১নং ওয়ার্ডের সকল নেতা কর্মীর উপস্থিতি ও সর্বসম্মতিতে  বকুল হোসেন মেম্বারকে সভাপতি ও আব্দুস সালামকে  সাধারণ সম্পাদক করে প্রস্তাবিত কমিটি ঘোষণা করা  হয়। কমিটির অন্যান্য রা হলেন
 যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে জেলা, মহানগর ও সদর উপজেলা জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।