ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:৪৩ অপরাহ্ন

চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 3, 2023 - 11:22 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চৌগাছা উপজেলার ঐতিহ্যবাহী কলেজ এ বি সি ডি কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি  অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টা থেকে বৃহস্পতিবার ( ৩ আগস্ট) রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে ও দেশের পরিবেশ বাঁচাতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তারা ১০০ জনকে ফ্রি ব্লাড গ্রুপিং করে এবং কলেজ প্রাঙ্গনে আম,লেবু ইত্যাদি ফলের গাছ রোপণ করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, সহ-সভাপতি মোঃ শাহীন কবির,কামরুল

হাসান,রাকিব,শাহারিয়ার নাফিজ,দীপ্ত বিশ্বাস,সুমন হোসেন,সুলতান মাহমুদ রনি,রিফাত আহমেদ,সিফাত রহমান,ইমরান হোসেন,ইমন হোসেন,আলিফ হোসেন,আব্দুলাহ-আল তুষার,সোহাগ হোসেন,সোহেল রানা,রহিম হোসেন- ল্যাব ইনচার্জ কপোতাক্ষি ক্লিনিক,সারিদ রহমান-চৌগাছা ব্লাড ফাউন্ডেশন,এছাড়া উপস্থিত ছিলেন এ, বি, সি,  ডি, কলেজের  প্রভাষক মোঃ সালাউদ্দিন,আব্দুল মাজিদ,নাহিদ হাসান,নজরুল ইসলাম,ইদ্রিস আলী,বাবু মিয়া,সহ আরও অনেকেই।

সেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রান দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি এসকল স্লোগানকে বাস্তবে রূপান্তরিত করতে “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে ধারণ করে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার কল্যাণে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং অদূর ভবিষ্যতে এই সকল কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।