ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আবারও কাপ্তাই সড়কে ধসে পড়ল বিশালাকৃতির গাছ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 6, 2023 - 8:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 1226 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:কাপ্তাই সড়কে আবারও উপড়ে পড়েছে বিশালাকৃতির গাছ। রোববার দিনগত রাত ১২টার দিকে সড়কের রাঙ্গুনিয়ার সেলিমা কাদের কলেজ গেট এলাকায় গাছটি সড়কে উপড়ে পড়ে। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও গভীর রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দীর্ঘ যানজটে আটকে পড়েছে মানুষ। রাঙ্গুনিয়া থানায় খবর দেয়া হলে তারা ফায়ার সার্ভিসের কর্মীসহ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শী মো. জয় জানান, প্রবল বৃষ্টিতে গাছের গোড়া থেকে মাটি সড়ে যাওয়ায় গাছটি সড়কে উপড়ে পড়ে। সাড়ে ১২টার দিকে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ইলেক্ট্রিক কড়াতের সাহায্যে কেটে গাছটি অপসারণের কাজ করছে। রাত পৌনে দুইটা অপর্যন্ত অপসারণের কাজ অব্যাহত রয়েছে। এখনো সড়কের দুইপাশে যানজটে আটকে রয়েছেন মানুষ। ঘটনাস্থলে রাঙ্গুনিয়া থানার এসআই মো. হেফজুলসহ পুলিশ সদস্যবৃন্দ রয়েছেন বলে তিনি জানান।

উল্লেখ্য প্রবলবৃষ্টিপাত শুরু হলে গত চারদিনে কাপ্তাই সড়কের বিভিন্ন পয়েন্টে এটিসহ চারটি বিশালাকৃতির গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটে চলেছে। সড়কের ঈমাম গাজ্জালী কলেজ গেট, তাপবিদ্যুৎ, কাটাখালী এবং সর্বশেষ সেলিমা কাদের কলেজ গেট এলাকায় গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে।