ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে বঙ্গমাতা’র জন্মবার্ষিকীতে আলোচনা সভা, সেলাই মেশিন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 8, 2023 - 12:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 107 বার

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি:“শেখ হাসিনার বারতা”নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

উপজেলা নির্বাহি অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন মন্ডল, জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজি, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহজাহান সিরাজ, ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিদুল ইসলাম তুপুল প্রমুখ।
আলোচনা শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক অসচ্ছল মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়।

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগন রোভার স্কাউট সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন বঙ্গমাতা একদিনে হয়নি বীরাঙ্গনারদের শেষ আশ্রয়স্থলী ছিলন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সকল কাজের অনুপ্রেরণা যোগাতেন সকল কাজের সহযোদ্ধা ছিলেন তিনি।