ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৩:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিয়ামতপুরে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মদিন পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 8, 2023 - 12:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 97 বার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিবের ৯৩তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মার্যাদায় পালন করে। ৮ আগষ্ঠ মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “ সংগ্রাম স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা”।

উপজেলা নির্বাহি কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কামরুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলী, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা আইসিটি অফিসার রাসেল রানা, কৃষক ফাউন্ডেশন এর ম্যানেজার ইমরান আলী, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সাইদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার আল মামুন হক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেনসহ আরো অনেকে।

বক্তারা বঙ্গবন্ধুর সহধর্মিণী হিসাবে বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের বেগম ফজিলাতুন্নেসার অবদানকে স্মরণ করেন পরে ৭ জন মহিলাকে স্বাবলম্বী করার লক্ষ্যে সাতটি সেলাই মেশিন এবং তিনজন মহিলা কে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।