তানোরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সোহানুল হক পারভেজ রাজশাহী :রাজশাহীর তানোর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় ট্রাইবেকারে দুবইল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চন্দনকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়। একই মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে পরাজিত করে চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চাম্পিয়ন হয়। মঙ্গলবার বিকেলে তানোর উপজেলা শেখ রাসেল মিনি স্ট্যাডিয়ামে খেলা দুটি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ও নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম, উপজেলা আ”লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন,উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (টিএইচও) বার্নাবাস হাসদাক,প্রাথমিক শিক্ষা অফিসার মনিরা খাতুন,মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার সুমন মিয়া,উপজেলা আ:লীগ নেতা আবুল বাশার সুজন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরাদ,বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান।
পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন। তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু ও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,দলীয় নেতাকর্মী এবং ফুটবল প্রেমিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এমপি ফারুক চৌধুরী বিজয়ী দলকে নগদ ১০ হাজার টাকা ও পরাজিত দলকে ৫ হাজার টাকা করে বিতরন করেন।