ঢাকা | এপ্রিল ১২, ২০২৫ - ২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মনুষ্যত্বের শিক্ষায় শিক্ষা দিন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 8, 2023 - 6:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 932 বার

আনিকা ইসলাম।

কেউ ইচ্ছাকৃতভাবে ঠ’কালে
হাফ ছেড়ে বাঁচুন,
মিথ্যে মা’য়ায় আ’টকে না থেকে
উদার মনে ছেড়ে আসুন।

কেউ পরিকল্পিতভাবে বে’ইমানি করলে
কথা শোনানো ছাড়ুন,
আপনি আপনার কাজের মধ্য দিয়ে
প্রতিশোধের আ’গুন জ্বা’লুন।

কেউ অন্যায় করলে
শাস্তি অবশ্যই দিন,
তবে তার লেভেলে নেমে নয়
মনুষ্যত্বের শিক্ষায় শিক্ষা দিন।

মনে রাখবেন কথায় আছে
অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা তারে তৃণ সম দহে,
তাই মায়ায় আটকে থেকে ছেড়ে দিয়ে
কিংবা প্রতিশোধপরায়ণ হয়ে প্রতিশোধ নিয়ে নয়
অন্যায়কারীকে শোধরে দিন আপনার ভালো দিয়ে।

“মনুষ্যত্বের শিক্ষায় শিক্ষা দিন”

Proudly Designed by: Softs Cloud