ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় হত্যার ১৫ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 9, 2023 - 1:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 275 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহীর বাঘায় বৃদ্ধ পিতা রুস্তম আলী (৭০) কে হত্যা করে পালাতক ছিলো ছেলে শুকুর আলী। ঘটনার মাত্র ১৫ ঘন্টার মধ্যে শুকুর কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বাঘা থানা পুলিশ।

জানাযায়, গত সোমবার (৭ আগস্ট) রাতে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রামে ছেলের হাসুয়ার কোপে বাবা রুস্তম আলী(৭০) মৃত্যু হয়। এর পর থেকে ছেলে শুকুর আলী (৪০) পলাতক ছিলো। গোপন তথ্যের ভিত্তিতে এবং ডিভাইস ব্যাবহারের মাধ্যমে ৮ আগস্ট ওসি মো,খায়রুল ইসলাম, এসআই নুরুল আফসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে খুন হওয়ার ১৫ ঘন্টার মধ্যে চারঘাট থানার সীমানায় গভীর রাতে খুনি ছেলে শুকুর আলী(৪০) কে গ্রেফতার করতে সক্ষম হন।

এ বিষয়ে স্থানীয় প্রতিবেশীরা জানান, কিছুদিন ধরে বাবার গাছ বিক্রি করে ছেলে টাকা নিবে বলে জানায়। গাছ বিক্রি করতে বাবা নিষেধ করে ছেলেকে। এ নিয়ে সোমবার রাতের কোন এক সময় কথাকাটাকাটির এক পর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে বাবা রুস্তম আলীকে কুপিয়ে হত্যা করে ছেলে শুকুর আলী। তবে শুকুর আলীর মাথায় সমস্যা আছে।কিছু দিন আগেও পাশের এক মহিলাকে মারধর ও হাসুয়া দিকে কুপিয়ে জখম করে ৫০ হাজার টাকা গ্রাম্য শালিসে জরিমানা দেয়।

এ বিষয়ে বাঘা থানার ওসি খাইরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে শুকুর আলী পলাতক ছিলো। গোপন তথ্যের ভিত্তিতে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে আমি অভিযান পরিচালনা করি।খুন হওয়ার ১৫ ঘন্টার মধ্যে চারঘাট থানার সীমানায় গভীর রাতে খুনি ছেলে শুকুর আলী(৪০) কে গ্রেফতার করতে পেরেছি। তার বিরুদ্ধে মামলা হয়েছে।বাঘা থানার মামলা নাম্বার ৯ তারিখ ৮/৮/২৩ ধারা ৩০২ পেনাল কোড এর এজাহার ভুক্ত গ্রেফতারকৃত আসামী মোঃ শুকুর আলী পিতা মৃত রুস্তম আলী গ্রাম হরিরামপুর থানা বাঘা জেলা রাজশাহী কে আজ ৯ আগস্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।