ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৩:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিরিরবন্দরকে “ভূমিহীন ও গৃহহীন” মুক্ত ঘোষণা করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 9, 2023 - 1:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 50 বার

পি. কে রায়, স্টাফ রিপোর্টারঃ মুজিববর্ষ উপলক্ষ্যে “ভূমিহীন ও গৃহহীন”দের জন্য নির্মিত ৪র্থ পর্যায়ের ২য় ধাপে চিরিরবন্দর উপজেলায় জমিসহ ২৫টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে।

এর মাধ্যমে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলাকে “ভূমিহীন ও গৃহহীন মুক্ত” উপজেলা হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৯ আগষ্ট) সকালে আশ্রয়ণ-২ প্রকল্পের আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে এ ঘোষণা ও চাবি এবং দলিল হস্তান্তর উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইতোমধ্যে উপকারভোগী বাছাই করে তাদের কবুলিয়াত ও নামজারী সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে তাদের দখলও বুঝিয়ে দেওয়া হয়েছে।

এসময় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান আশ্রয়ণের বাসিন্দারা।

এসব ঘর পেয়ে বেজায় খুশি উপকারভোগীরা। জমিসহ দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর, টয়লেট, রান্নাঘর, ইউটিলিটি স্পেস, টিউবওয়েল ও বিদ্যুৎ সুবিধা পেয়ে খুশিতে আত্মহারা পিছিয়ে থাকা এসব নিম্ন আয়ের মানুষ।

অনেক পরিবার ঘর পেয়ে তাদের নতুন স্বপ্ন বুনতে শুরু করেছেন। সকলেই বঙ্গবন্ধু কন্যার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন সবেক পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম সরকার, খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ, শিক্ষা কর্মকর্তা এম জি এম সারোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, পুনট্টি ইউপি চেয়ারম্যান নুর এ কামাল , সাইতাড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ কুমার রায়, ভিয়াইল ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক শাহ সহ স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এবং সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।

চিরিরবন্দর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চিরিরবন্দর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপকারভোগী পরিবারের নিকট ১ম পর্যায়ে ২১৫ টি, ২য় পর্যায়ে ১৩০টি, ৩য় পর্যায়ে ১৫৫টি, ৪র্থ পর্যায়ের ১ম ধাপে ২৪০টিসহ সর্বমোট ৭৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ৯ আগষ্ট সকালে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে জমি সহ ২৫টি পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়। উপজেলার সাতনালা ইউনিয়নের ৩টি, ফতেজংপুর ইউনিয়নের ৬টি, ইসবপুর ইউনিয়নের ১০টি, সাইতাড়া ইউনিয়নের ৪টি ও ভিয়াইল ইউনিয়নের ২টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়।