ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরে যৌতুক দাবিতে ২য় স্ত্রীকে নির্যাতন ও হত্যা চেষ্টা, আদালতে মামলা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 9, 2023 - 1:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 1173 বার

শরিফুল ইসলাম বাবুল,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে দ্বিতীয় বিয়ে করে ছয় মাস ঘর সংসার করার পর হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে সাগর আলীর (৪৪) বিরুদ্ধে।ওই দ্বিতীয় স্ত্রী ভুক্তভোগী নারী বাদি হয়ে গত ২ আগস্ট টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সখীপুর আদালতে দুইজনকে আসামি করে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা দায়ের করেন।

আদালতের অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত সাগর আলী উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল গ্রামের মৃত মোগর আলীর ছেলে। সাগর এবং ভুক্তভোগী ওই নারী গত ২ ফেব্রুয়ারি ২০২৩ সালে ইসলামী শরীয়ত মোতাবেক তিন লক্ষ টাকা দেনমোহরে রেজিস্ট্রি কাবিনে বিয়ে করেন। পরবর্তীতে একই মামলার আরেক আসামী শাকিল এর পরামর্শে সাগর আলী ওই নারীর কাছে তিন লক্ষ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ওই নারীকে নির্যাতন শুরু করেন।

আরো জানা যায়, গত ২২ জুলাই অভিযুক্ত সাগর তার বাড়িতে স্ত্রীকে নিবে কথা দিয়ে এনে প্রথমবার বংশীনগর পার্ক এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে এবং দ্বিতীয়বার বাজাইল গ্রামের নির্জন গহীন জঙ্গলে নিয়ে ওই নারীকে গাছের ডাল দিয়ে ডান পায়ের গিরায় আঘাত করে ও গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টা করে সাগর‌। প্রথমবার ওই নারী দৌড়িয়ে রাস্তার ধারে চা দোকানে এসে আশ্রয় নেয় ও পানি পান করে। দ্বিতীয়বারেও ওই নারী প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। তার চিৎকারে প্রথমে দুটি বাচ্চা ছেলে এগিয়ে আসে। পরবর্তীতে ওই বাচ্চারা তার মাকে খবর দিয়ে নিয়ে আসে। ওই বাচ্চা দুটির মা তাদের বাড়িতে নিয়ে ভুক্তভোগী ওই নারীর মাথায় পানি দিয়ে একটু সুস্থ করে তোলেন।

পরবর্তীতে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয় ও সময় নষ্ট হয় বিধায় মামলা করতে বিলম্ব হয়।

ভুক্তভোগী ওই নারীর ভাষ্য ও খোঁজ নিয়ে জানা যায়, ওই নারীর বাড়ি পার্শ্ববর্তী মির্জাপুর উপজেলায়।গত ৬-৭ মাস আগে কোর্ট এফিডেভিট এর মাধ্যমে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর প্রথমে তারা মির্জাপুর ও পরবর্তীতে গোড়াই বাসা ভাড়া করে ঘর সংসার করেন। সাগর গান-বাজনার সঙ্গে জড়িত ছিল। গান শুনতে গিয়েই তার সঙ্গে পরিচয় এবং পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে প্রেম যা বিয়ে পর্যন্ত গড়িয়েছে। ঘর সংসার চলাকালীন সময়ে যাতায়াতের জন্য অভিযুক্ত স্বামী সাগরকে একটি মোটরসাইকেল ও যোগাযোগের জন্য একটি দামি মোবাইল ফোন ক্রয় করাসহ প্রায় ২ লাখ টাকা দিয়েছেন বলেও জানান ওই ভুক্তভোগী নারী। কিছু সোনার গহনা দিয়েছিল তার বাবার বাড়ি থেকে। ওই গহনাও অভিযুক্ত স্বামী সাগর আলীকে দিয়েছেন বলেও জানান তিনি। ওই ভুক্তভোগী নারী ও অভিযুক্ত স্বামী উভয়েরই পূর্বের ঘর সংসার রয়েছে।স্বামী সংসার ও সন্তান সব হারিয়ে ভুক্তভোগী ওই নারী এখন পাগল প্রায়। তিনি বাজাইলে ও এর পার্শ্ববর্তী গ্রামের বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরেছেন বিচার প্রার্থনা করে। অনেকে সমাধানের চেষ্টা করলেও দ্বিতীয় স্বামী অভিযুক্ত সাগর আলী কাউকে পাত্তা দেয়নি বলে জানা যায়। আইন ও ধর্মীয় মোতাবেক ওই নারী তার প্রাপ্য অধিকার চায়।

এ বিষয়ে ওই ইউনিয়নের সাবেক মেম্বার সিদ্দিক হোসেন বলেন, বিষয়টি শুনেছি যা অত্যন্ত দুঃখজনক। ওই মেয়েটিকে জঙ্গলে নিয়ে একবার শ্বাসরোধ ও আবার শরীরে আগুন জ্বালিয়ে হত্যার চেষ্টা করেছে বলেও শুনেছি। ওই মেয়েটিকে যারা উদ্ধার করেছে তারা সকলেই জানে এবং বলেছে । এ বিষয়ে সাগরের সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।

বাজাইল ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার আনোয়ার হোসেন বিষয়টি আমি অবগত নয় বলে জানান।

অভিযুক্ত সাগরের সাথে এবিষয়ে কথা বলতে একাধিকবার তার মোবাইলে ফোন করে তা বন্ধ পাওয়া যায়।