হাটহাজারীতে অজগর সাপ উদ্বার
সুমন পল্লব হাটহাজারী( চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহজারীতে ১২ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ ।
বূধবার (৯আগষ্ট) বিকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট এলাকায় সড়কে পশ্চিম পাশে পুকুর থেকে সাপটি উদ্ধার করা হয় এর দৈর্ঘ্য প্রায় ১২ফুট এবং ওজন ৩০ কেজি।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় লোকজন একটি বড় অজগর সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে আমি তাৎক্ষণিক স্নেক রেসকিউ টিম বাংলাদেশ(এইসআরবিডি) সহযোগিতায় অজগরটিকে উদ্ধার করে স্থানীয় বন বিভাগের কর্তাদের কাছে হস্তান্তর করে।
স্থানীয় বন বিভাগের স্টেশন অফিসার মো. রাজিব উদ্দিন ইব্রাহিম জানান, বন বিভাগের কর্তারা বিভাগীয় বন কর্মকর্তা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম এর নির্দেশে সাপটি উদ্ধার করে বন বিভাগের আওতায়ধীন সংরক্ষিত শীলছড়ি এলাকার গভীর বনে অবমুক্ত করেন