শোক দিবস উপলক্ষে বারহাট্টায় জেলা পুলিশের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুফ নির্ণয় কর্মসূচি
নেত্রকোনা প্রতিনিধিঃ ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন’ এই স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোনার বারহাট্টায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা পুলিশের উদ্দ্যোগে ১৪ ই আগস্ট সোমবার সকাল থেকে উপজেলার মনসুর আহমেদ মহিলা কলেজে এ কর্মসূচির আয়োজন করা হয়।মনসুর আহমদ মাহিলা কলেজের অস্বায়ী ক্যাম্পাসে দিনব্যাপী শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে দেখা যায়।
বিনামূল্যে রক্তের গ্রুফ নির্ণয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন,মনসুর আহমদ মহিলা কলেজের অধ্যক্ষ আতিক আহমেদ,বারহাট্টা থানার অফিসার ইন চার্জ খোকন কুমার সাহা ও বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল সহ প্রমুখ।