বাঘায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষনের শুভ উদ্ভোধন
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:স্মার্ট বাংলাদেশের স্বপ্নপুরণে প্রস্তুত হচ্ছে বাঘার স্মার্ট তরুণ-তরুণীরা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় বেকার যুবক-যুব মহিলাদের কর্মসংস্থানের নিমিত্তে রাজশাহীর বাঘায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষনের শুভ উদ্ভোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি।
সোমবার(১৪ই আগষ্ট) সকাল সাড়ে দশটায় বাঘা উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বাঘা উপজেলার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি। এসময় সহ: কমিশনার (ভূমি), সহ: প্রোগ্রামার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের উন্নয়নে ধারাবাহিকতায় ফ্রিল্যান্সিং আউটসোর্সিং প্রশিক্ষণের বিষয় অংশ গ্রহণকারীদের উদ্দেশ্যে তুলে ধরে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে আমাদের তরুণ-তরুণীরা ফ্রিল্যান্সিং শিখবে, ঘরে বসে দেশ-বিদেশের কাজের অর্ডার পাবে এবং বিদেশী মুদ্রা উপার্জন করবে। এবং সবাইকে আত্মকর্মসংস্থানের জন্য নিজেদের প্রস্তুত করার, নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার এবং ২০৪১ সালের সমৃদ্ধ সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশের উপযোগী করে প্রস্তুত করার আহবান জানান বক্তারা।