ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরে প্রবাসীর বাড়িতে চুরি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 23, 2023 - 11:53 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 58 বার

শরিফুল ইসলাম বাবুল,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।মঙ্গলবার(২২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কালিয়া ইউনিয়নের রামখাঁ পাড়া এলাকায় প্রবাসী নুরু মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ওই পরিবারসূত্রে জানা যায়, রাত আনুমানিক ১ টার দিকে সংঘবদ্ধ একটি চক্র জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে।এসময় চোরচক্রের সদস্যরা প্রবাসী নুরু মিয়ার ঘরের আলমারি থেকে নগদ ১০ লক্ষ টাকা, আনুমানিক ১৪/১৫ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

এবিষয়ে প্রবাসী নূরু মিয়ার শশুর হাবিব মিয়া ও স্থানীয়রা জানায়, নূরু মিয়া দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে অবস্থান করছেন। ঘটনার রাতে ওই বাড়িতে কোন ছেলে মানুষ ছিল না।প্রবাসী নূরু মিয়ার শশুর আরো জানান, জমি কেনার জন্য ১০ লক্ষ টাকা জমিয়েছিলাম। তাছাড়া মেয়ের জামাই অনেক দিন যাবত সৌদি আরবে থাকেন। মেয়েদের জন্য গলার চেইন, হাতের বালা সহ কিছু স্বর্ণালংকার এনেছিলেন। চোরচক্রের সদস্যরা সব নিয়ে গেছে।

জানতে চাইলে এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, চুরির বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।