ধামইরহাটের বিশিষ্ট হোটেল ব্যবসায়ীর মৃত্যু
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট সদরস্থ ক্যান্টিনের প্রবিন হোটেল ব্যবসায়ী নজরুল ইসলাম (৫৯) চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে ২৬ আগস্ট দুপুর দু’টা ৩০ মিনিটে মারা যান। ইন্না-লিল্লাহ….. রাজেউন। জানা গেছে, উপজেলার জগৎনগর গ্রামের মৃত ফারাজ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম পিত্তথলির পাথর অপসারণের জন্য প্রথমে রাজশাহী ও পরে ঢাকা ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়। সেখানে তার পাথর অপসারণ শেষে আবারও রাজশাহী নেয়া হয় চিকিৎসার জন্য। অবস্থার অবনতি ঘটলে দ্বিতীয় বার আবার ঢাকা নেওয়া হয়।
দিন দিন শারীরিক অবস্থা আরো সংকটাপন্ন হলে চিকিৎসকের পরামর্শে তাকে বাড়ি ফিরিয়ে আনে এবং স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য মো. শহীদুজ্জামানসহ শত শত শুভাকাঙ্ক্ষী হাসপালে এসে ভিড় জমায় সদালাপি নজরুল ইসলাম কে এক নজর দেখতে। ২৬ আগস্ট মুমুর্ষ অবস্থায় সকালে আবারও রাজশাহী মেডিকেলে ভর্তি করার পর দুপুর দু’টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সুত্রে জানা যায়, ২৬ আগস্ট বাদ মাগরিব প্রথম জানাযা সদরস্থ চেয়ারম্যান ওবায়দুল হক এর চাতালে ও দ্বিতীয় জানাযা বাদ ইশা নিজ গ্রাম জগৎনগর গ্রামে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন সম্পর্ন করা হবে। মৃত্যু কালে তিনি ১ স্ত্রী ২ কণ্যা ও ১ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।