শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে “বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি
বোয়ালখালী,চট্টগ্রাম:বাংলাদেশ স্কাউটস,দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আনসার কমান্ডার খলিলুর রহমান মুক্ত স্কাউটস গ্রপ এর উদ্যোগে গত ২৫/০৮/২০২৩ইং রোজ শুক্রবার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে “বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি-২০২৩ইং” অনুষ্ঠিত হয়।
উক্ত মহতী অনুষ্ঠানে সহকারী ইউনিট লিডার জনাব আবু নাঈম (পি.এস) এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলার সম্মানিত সিনিয়র সহ-সভাপতি ও আনসার কমান্ডার খলিলুর রহমান মুক্ত স্কাউটস গ্রুপের সম্মানিত সভাপতি জনাব এস.এম. শাহনেওয়াজ আলী মির্জা (এলটি), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া
চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলার সম্মানিত সুযোগ্য সম্পাদক বাবু পীযুষ কুমার দে (এএলটি),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস,পুঁইছডী হাফেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চট্টগ্রাম জেলার সম্মানিত কাব লিডার জনাব ফেরদৌস আকতার,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অত্র গ্রুপের প্রতিষ্ঠাতা-সম্পাদক জনাব আলহাজ্ব এম.মছিবুর রহমান বাবুল (উডব্যাজার)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী জনাব আবু জাহেদ,শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন সিনিয়র ইউনিট লিডার ও অত্র ইউনিটের কো-অর্ডিনেটর এবং কুসুমপুরা স্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষক,কবি,সংগঠক ও লেখক জনাব মাহফুজ রকি।
আলোচনা সভায় বৃক্ষের প্রয়োজনীয়তা,বৃক্ষ নিধন এর ক্ষতি,একটি গাছ কাটলে যেন প্রতি বছরে কমপক্ষে পাঁচটি বৃক্ষ রোপন করা হয় সেগুলো তুলে ধরেন।তাছাড়া, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ স্কাউটস এর বৃক্ষরোপণ কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে অতিথিরা আলোচনা করেন।পরিশেষে,শাকপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয় এবং গ্রুপের স্কাউট,গার্লস-ইন-স্কাউট এবং কাব স্কাউট সদস্যদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন প্রাক্তন ইউনিট লিডার জনাব ইকবাল হোসেন এবং জনাব ফরিদ উদ্দিন কমলসহ প্রমুখ।