ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৮:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

স্রোতে ভেঙ্গে গেছে বেইলি ব্রীজ,ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 27, 2023 - 3:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 37 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:গত কয়েকদিনেরর টানা ভারী বর্ষণে পানি প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলে বাড়ীঘরসহ ডুবে গেছে ফসলের মাঠ । প্রবাহিত হওয়া প্রবল স্রোতের পানিতে মাটি ধ্বসে গিয়ে ভেঙ্গে পড়েছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলপুর ইউনিয়নের বারাইপাড়া (আড়াপাড়া) বেইলি ব্রীজটি।

সোমবার (২৫ সেপ্টেম্বর) ব্রীজটি ভেঙ্গে পড়ায় উপজেলার দৌলতপুর ও খয়েরবাড়ী ইউনিয়নের সংযোগ সড়কে চলচলা বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছে দুটি ইউনিয়নের ১০ গ্রামের প্রায় ২০হাজার মানুষ।

জানা যায়, উপজেলার খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নের ১০টি গ্রামের দুই হাজার ১০০ বিঘা ফসলি জমির জলাবদ্ধতা নিরসনে ২০২০ সালে তৎকালিন জেলা প্রশাসকের সহযোগিতায় ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ার‌ম্যান আতাউর রহমান মিল্টনের প্রচেষ্টায় দীর্ঘ দিনের জলাবদ্ধতা নিরসনে পানি নিস্কাশনের জন্য দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া এলাকায় ৯শ ফুট ক্যানেলসহ সড়কের ওপর একটি বেইলি ব্রীজ নির্মাণ করা হয়।

গত কয়েকদিনের ভারী বর্ষণের প্রবাহিত পানি ওই ক্যানেল হয়ে বেইলি ব্রীজ দিয়ে ছোট যমুনা নদীতে প্রবাহিত হওয়ার সময় তিব্র স্রোতের কবলে গতকাল সোমবার দুপুরে বেইলি ব্রীজের দক্ষিণ পাশের মাটি ধ্বসে গিয়ে ব্রীজটি ভেঙ্গে পড়ে। এতে করে দৌলতপুর ও খয়েরবাড়ী ইউনিয়নের সংযোগ সড়কে চলচলা বন্ধ হয়ে পড়েছে। ফলে দুটি ইউনিয়নের বারাইপাড়া, মহদিপুর, জয়নগর, গড়পিংলাই, ঘোনাপাড়া, লক্ষিপুর, খয়েরবাড়ী, বেতদিঘি,দৌলতপুরসহ ১০ টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এসব গ্রামের মানুষ তাদের প্রয়োজনে দুইটি ইউনিয় পরিষদ ও হাট-বাজারে যেতে হলে ওই রাস্তা ব্যবহার করে ৪/৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হতো; সেখানে ব্রীজটি ভেঙ্গে পড়ায় বিকল্প পথে প্রায় ১৫ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হচ্ছে।এতে চরম দুর্ভোগে পড়েছেন তারা।

স্থানায়ীরা জানান, ব্রীজটি ভেঙ্গে পড়ায় এই এলাকার মানুষকে বিভিন্ন প্রয়োজনে ইউনিয়ন পরিষদ ও হাট বাজার যাওয়া কষ্টকর হয়ে পড়েছে। তাই তারা ব্রীজটি দ্রুত নির্মাণের দাবি জানান।
এদিকে ব্রীজটি ভেঙ্গে পড়ার পর দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয় উপজেলা প্রশাসনকে অবগত করলে সংশ্লিষ্ট কতৃপক্ষ সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করেন।

ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে বেইলি ব্রীজটির সড়কের দুই পাশের মাটি সরে যাচ্ছিল তাই ব্রীজটি দ্রুত সংস্কারের বিষয়ে লিখিত ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হলেও তারা বিষয়টি কোন কর্ণপাত করেননি। ফলে আজ এলাকার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলা হয়েছে। ব্রীজটি দিয়ে প্রতিদিন দশ গ্রামের প্রায় দুই হাজার করে মানুষ চলাচল করে,চরম সমস্যা হচ্ছে। এটি দ্রুত সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে।
ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী (এলজিইডি)মিজানুর রহমান জানান, ব্রীজটি পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে ওই স্থানে একটি পাকা ব্রীজ নির্মাণের প্রস্তাবনা জেলায় প্রেরণ করা হয়েছে। অনুমোদন এলেই টেন্ডরের মাধ্যমে কাজ শুরু করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. কামাহ তমাল বলেন, বিষয়টি জানার পর উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছিল। আপাতত মানুষের ভোগান্তি লাঘবে ব্রীজটি মেরামতের চেষ্টা চলছে। চাহিদা প্রেরণ করা হয়েছে। বরাদ্দ সাপেক্ষে ব্রীজ নির্মাণের কাজ শুরু করা হবে।

উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার উপজেলা প্রকৌশলীকে তাগাদা দেওয়া হয়েছে। পরিষদের বরাদ্দ থাকলে আমিই ব্রীজটি করে দিতাম। কিন্তু বিষয়টি ব্যাপক ব্যয় সাপেক্ষ হওয়ায় সম্ভব হয়নি। তবে উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।