ইতালির ভেনিসে চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন কে সংবর্ধনা প্রদান
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ :ইতালির ভেনিসে আগত খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন খাঁন ভেনিসে আগমন উপলক্ষ্যে আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিসের আয়োজনে সংবধর্না প্রদান করা হয় । স্থানীয় একটি মিলনায়তনে সমিতির প্রধান উপদেষ্টা রফিকুল বারী সভাপতিত্বে ও ফখরুল চৌধুরী এবং আলমাছ মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কাছ আলী,আরফান মিয়া মাষ্টার,সিজার ভূইয়া,তাজুল ইসলাম।
প্রধান অতিথি বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, রাস্তঘাট নির্মাণ,বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ,শিক্ষা সামগ্রী বিতরণ সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সহ প্রবাসীদের সহযোগিতা করার আশ্বাস দেন।এছাড়াও বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, আব্দুল কাইয়ুম,জয়নাল আবেদিন,হারুন মিয়া,ইউনূস মিয়া।আলোচনা সভা শেষে ভেনিসে বসবাসরত আব্দুল্লাপুর বাসীর পক্ষে থেকে আগত চেয়ারম্যান কে সংবর্ধনা প্রদান করা হয়। পরিশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্ত ঘটে।