ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

লক্ষ্মীপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 27, 2023 - 4:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 133 বার

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের চরচামিতা এলাকায় স্বামী আলমগীর হোসেনকে হত্যা মামলায় স্ত্রী ইয়ানুর বেগমকে ৭ বছরের কারাদণ্ড ও পরকীয়া প্রেমিক আবদুর রাজ্জাককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আবদুর রাজ্জাক আদালতে উপস্থিত থাকলেও স্ত্রী ইয়ানুর বেগম পলাতক রয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৬ অক্টোবর রাতে সদর উপজেলার চরচামিতা এলাকায় আলমগীর হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে রাখে আসামিরা। পরদিন সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পরে ১৫ অক্টোবর চন্দ্রগঞ্জ থানায় আলমগীর হোসেনের স্ত্রী ইয়ানুর বেগম ও প্রেমিক আবদুর রাজ্জাককে আসামি করে নিহতের বাবা লাতু মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। ওই বছরের ৩ ডিসেম্বর দুইজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। লক্ষ্মীপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর ৭ বছরের কারাদণ্ড শত্রুতার জেরে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল প্রতিপক্ষ অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকে ইয়ানুর বেগম প্রেমিক আবদুর রাজ্জাকের সঙ্গে পরকীয়া প্রেম করে। এতে বাধা দেওয়ার জের ধরে স্ত্রী ইয়ানুর বেগম ও প্রেমিক আবদুর রাজ্জাক মিলে আলমগীর হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করে। দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্য শেষে প্রায় আড়াই বছর পর এই রায় দেন আদালত। বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসিউকিটর মো. জসিম উদ্দিন বলেন, পরকীয়ার জের ধরে আলমগীর হোসেনকে হত্যা করা হয়। এই হত্যা মামলায় স্ত্রীর ৭ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ইয়ানুর বেগমের প্রেমিক আবদুর রাজ্জাককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।