বঙ্গোপসাগরে জালে ধরা পড়লো ১৬ কেজি ওজনের পাঙ্গা
মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃপটুয়াখালীর কুয়াকাটায় আলী হায়দার নামে এক জেলের ইলিশের জালে ধরা পড়েছে ১৬ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পাঙ্গাশ মাছ।
গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১০ টার সময় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছটি ধরা পড়ে। ওই জেলে বেলা ১১ টার দিকে কুয়াকাটা মেয়র মার্কেটের তামান্না ফিস আড়তে মাছটি নিয়ে আসেন। এসময় মাছটি এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক জনতা।
পরে নিলামের মাধ্যমে এক হাজার একশত পঁচিশ টাকা কেজি দরে ১৮ হাজার টাকায় ফরাজী ফিসের মালিক শাহাবুদ্দিন আহম্মেদ মাছটি কিনে নিয়েছেন।
এদিকে কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা দৈনিক বরিশাল সমাচারকে জানান, সমুদ্রে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞার সময় মাছের প্রজনন বৃদ্ধিতে মৎস্য বিভাগ নদী ও সাগরে অভিযান পরিচালনা করেছে। যে কারণে ইলিশের পাশাপাশি এখন পাঙাশসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানান তিনি।