ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে আন্তঃ ব্যাটালিয়ন ফুটবল প্রতিযোগিতা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 6, 2023 - 5:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 74 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটালিয়ন রংপুর পুর্ব-পশ্চিম রিজিয়নের আন্তঃব্যাটালিয়ন ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এতে জয়পুরহাট ২০ব্যাটালিয়ন চাম্পিয়ন ও ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন রানাআপ অর্জন করেছেন।

বৃহস্পতিবার (৫অক্টোবর) বিকেলে ফুলবাড়ী ২৯ ব্যটলিয়নের সদরদপ্তরের গ্রাউন্ড মাঠে এ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে ৬১ব্যাটালিয়নের সিগনালম্যান আশিক মোল্লা ও শ্রেষ্ট প্রবীন খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ফুলবাড়ী ২৯ ব্যটলিয়নের সিপাহী জাবের আহম্মেদ।

ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জাহিদুল করিম এর সভাপতিত্বে, প্রধান অথিতি হিসেবে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরুস্কার বিতরণ করেন, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আজগর পিএসসি জি।
এসময় জয়পুরহাট ২০ ব্যটলিয়নের কমান্ডারসহ ফুলবাড়ী ২৯ বিজিবি’র পদস্থ বিজিবি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল জাহিদ করিম বলেন,রংপুর রিজিয়ন কমান্ডারের তত্বাবাধনে গত ২৪ সেপ্টেম্বর থেকে ফুলবাড়ী ২৯ ব্যটলিয়নের গ্রাউন্ড ফিল্ডে এ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৫টি ব্যাটালিয়ন দল এ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।