ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ত্রিশালে দুর্গোৎসবের আয়োজন চলছে ৭৩টি মন্দিরে,ইউএনও’র পরিদর্শন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 10, 2023 - 4:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 97 বার

ষ্টাফ রিপোর্টারঃময়মনসিংহের ত্রিশালে এ বছর ৭৩ টি মন্দিরে পুরোদমে দুর্গোৎসবের আয়োজন চলছে। ফলে শেষ মুহূর্তে মৃৎশিল্পীরা এখন ব্যস্ততম সময় পার করছেন। আগামী ২০ অক্টোবর শুরু হয়ে ৫ দিনব্যাপী এই উৎসব ২৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তী ঘটবে।

উপজেলা প্রশাসন সুত্র জানান, উপজেলার ১ টি পৌরসভা সহ ১২টি ইউনিয়ন এলাকার বিভিন্ন মন্দিরে এ উৎসবের আয়োজন করা হচ্ছে।

এরই মাঝে দুর্গাপূজার প্রতিমা তৈরি ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ ।

সপ্তাহব্যাপী বিভিন্ন সময়ে পৌর শহরসহ উপজেলার কাঁঠাল ইউনিয়ন ও কানিহারী ইউনিয়ন, বালিপাড়া ইউনিয়ন,রামপুর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে পূজা মন্ডপের প্রতিমা তৈরির সার্বিক প্রস্তুতি পর্যেবক্ষন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে খোঁজ খবর নেন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ বলেন, প্রতিমা তৈরির ও এ সংক্রান্ত নিরাপত্তা বিষয়ে সার্বিক খোঁজ-খবর নিয়েছি। পূজায় যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক মনিটরিং করবে উপজেলা প্রশাসন। এছাড়া প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরাসহ কঠোর অবস্থানে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ইউএনও জানান, প্রতিবছর বিধি মোতাবেক যে সরকারি সহায়তা দেয়া হয় সে লক্ষ্যে পূজা মন্দির গুলির তালিকা অনুমোদনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে, অনুমোদন হয়ে আসলে তা বিতরণ করা হবে।

আইন-শৃঙ্খলা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা আহ্বান করা হয়েছিলো এর সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও পুজা উদযাপন কমিটিসহ সামাজিক সম্পৃতি কমিটির মিটিং এ বিষয়ে আলোচনা করে সিন্ধান্ত নেয়া হবে৷ মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার থাকবে। এছাড়া প্রত্যেক মন্ডপে সেচ্ছাসেবক থাকবে৷ এছাড়া এবারই প্রথম উপজেলা পরিষদের পক্ষ থেকে সিসি ক্যামেরা দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ ।