আরজেএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামকে প্রাণ নাশের হুমকি
প্রেস বিজ্ঞপ্তি:তৃণমূল সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামকে মোবাইল ফোনে
প্রান নাশের হুমকি ও মিথ্যা সংবাদ প্রকাশ করায় একাধিক মামলার আসামি বহুমুখী প্রতারক আসগর আলী মানিকের বিরুদ্ধে গতকাল বুধবার
পল্টন থানায় সাধারণ ডায়রী লিপিবদ্ধ হয়েছে । এ ঘটনায় তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্রতারক আসগর আলী মানিককে আইনের আওতায় আনার দাবী জানিয়ে এক বিবৃতি দিয়েছেন আরজেএফ কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দরা। বিবৃতিদাতারা হলেন,রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র কক্সবাজার জেলা শাখার সভাপতি আবদুর রাজ্জাক,
সিনিয়র সহ-সভাপতি যথাক্রমে আবদু শুক্কুর, পুর্ন বর্ধন বড়ুয়া, ওমর ফারুক বুলবুল সিকদার, সহ-সভাপতি দিদারুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক এম, রমজান আলী,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সিরাজী ও নুরুল আলম সিকদার, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক জাফরুল ইসলাম রানা ও মতিউল ইসলাম মতি, অর্থ সম্পাদক মো: ইলিয়াছ,সহ-অর্থ সম্পাদক সৈয়দ মোঃ আব্দুলাহ, জনকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ শাহরিয়ার বাপ্পি, কার্যকরী সদস্য যথাক্রমে হোসাইন শরীফ সোহেল,সায়েদ, সালমান, মো: শাহাজান, মো: সালাউদ্দিন, কেন্দ্রীয় সাধারণ পরিষদের সদস্য যথাক্রমে শায়েক, জয়নাল উদ্দিন,
মফিজুর রহমান, কক্সবাজার জেলা হকার সমিতির সভাপতি শহিদুল ইসলাম শহিদ,মো: শফিকুর রহমান, বরুন চক্রবর্তী,প্রদীপ চক্রবর্তী, জাহিদুল ইসলাম, মো: কামাল উদ্দীন কোম্পানি, শাহেদ ওসমান প্রমূখ।
বিবৃতিদাতারা অবিলম্বে একাধিক মামলার আসামি বহুমুখী প্রতারক আসগর আলী মানিককে দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ার উচ্চারণ করেন।।