ফুলবাড়ীতে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া প্রদর্শন
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফায়ার সার্ভিস কর্মিদের মহড়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার কার্যালয় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্তরে এ মহড়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলামের সঞ্চলনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,, ইউপি চেয়ারম্যান মানিক রতন,ইউপি চেয়ারম্যান এনামুল হক,ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নবীউল ইসলাম,ফুলবাড়ী ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন।
মহড়া প্রদর্শন ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সুধিজন উপস্থিত ছিলেন।