কুলাউড়ায় হীড বাংলাদেশের কৃষি ইউনিটের আওতায় উপজেলা সমন্বয়
কুলাউড়া:পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং হীড বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিটের কৃষি খাতে কুলাউড়া উপজেলায় উপজেলা সমন্বয় ও পরিকল্পনা সভা ১৫ অক্টোবর, দুপুরে কুলাউড়া উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষ অনুষ্ঠিত হয়েছে।
হীড বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্হাপক দীল ইসলামের সভাপতিত্বে, কুলাউড়া হীড বাংলাদেশের কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা সোহেল সিকদার এর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিঠুন সরকার , কুলাউড়া হীড বাংলাদেশের শাখা ব্যবস্হাপক নজরুল ইসলাম, হীড বাংলাদেশের প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বর্মেন্দ সিনহা।
মৎস্য কর্মকর্তা মো: ইমরান হোসাইন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ। উক্ত সভায় সমন্বিত কৃষি ইউনিটের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেটের কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং মাঠ পর্যায়ের সকল কার্যক্রম বাস্তবায়নে দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন ।
এবং সকল সদস্যদের সহযোগিতার করার আশ্বাস দেন। অবশেষে হীড বাংলাদেশকে সমন্বিত কৃষি ইউনিটের কার্যক্রম মাঠ পর্যায়ে সুন্দর ভাবে বাস্তবায়ন করার আহ্বান জানান। হীড বাংলাদেশ এর আঞ্চলিক ব্যবস্থাপক। পরিশেষে সভার সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষনা করেন। ।