ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:৩০ অপরাহ্ন

জয়পুরহাটে ইউনিয়ন পর্যায়ে সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, October 15, 2023 - 10:50 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 51 বার

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলাঃজয়পুরহাটে ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) বিকাল ৩ টায় দোগাছী ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবাড়ী এম এম ডিগ্রী কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দোগাছী ইউপি চেয়ারম্যান সামসুল আলম সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জয়পুরহাট-১ আসনের সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।

বিশেষ অতিথির বক্তব্য দেন, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লুন নাহার,

এ সময় আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন হিমু, দোগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজ, চকবরকত ইউপি চেয়ারম্যান শাহজাহান আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা।