ফুলবাড়ীতে প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক ও শপথবাক্য পাঠ
মেহেদী হাসান ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফুলবাড়ী উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক শপথবাক্য পাঠ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
অভিষেক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আল কামাহ তমালের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা ভূঁইয়া।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা, ফুলবাড়ী শাখার নবনির্বাচিত সভাপতি এসকে মোহাম্মদ আলী দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার।
অভিষেক অনুষ্ঠানের উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকলনশিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।