ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ১১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে ক্বওমী ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 20, 2023 - 2:55 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 27 বার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ক্বওমী ওলামা পরিষদ। নিরীহ মুসলমান ফিলিস্তিনিদের উপর সশস্ত্র হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করে ক্বওমী ওলামা পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখা।

শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জামতলা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ক্বওমী ওলামা পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান কাশেমী, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মুফতি ওমর ফারুক, মুফতী জিয়াউল হক প্রমুখ।

বক্তারা অবিলম্বে নিরীহ ফিলিস্তিনিদের উপর সশস্ত্র হামলা বন্ধ, ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের প্রতিবাদ জানায়।