ধামইরহাটে কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির সার ও বীজ বিতরণ
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, গম, সরিষা, মশুর, মুগ, খেসারী, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছ।
রবিবার (৫ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. শহীদুজ্জামান সরকার, এমপি, মাননীয় সভাপতি, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাংলাদেশ সংসদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মো. তৌফিক আল জুবায়ের উপজেলা কৃষি অফিসার।
উপজেলার ৩৭ শত ৩০ জন চাষির মধ্যে ৬৫০ জন কৃষকদের মাঝে গম ২০ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, ৪২০ জন কৃষককে মাঝে ২ কেজি ভুট্টা, ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি, সরিষা ২১৬০ জনের মাঝে ১ কেজি সরিসার বীজ, ডিএপি ১০ কেজি এমওপি ১০ কেজি, ১২০ জনের মাঝে মশুর ৫ কেজি বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি, ৩০ জনের মাঝে ৫ কেজি মুগ বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি, ২০০ জনের মাঝে ৮ কেজি খেসারী বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি, ৫০ জনের মাঝে সূর্যমুখী ১ কেজি বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, ২০ জনের মাঝে চিনা ১০ কেজি বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি, ৮০ জনের মাঝে পেঁয়াজ ১ কেজি বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি হারে বিতরণ করা হয়।