ফুলবাড়ী সাব-রেজিষ্ট্রি অফিসের নতুন ভবন উদ্বোধন
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী সাব-রেজিষ্ট্রি অফিসের নতুন ভবন উদ্বোধন করেছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
সোমবার সকাল সাড়ে ১০টায় সাব-রেজিষ্ট্রি অফিস চত্তরে প্রধান অথিতি হিসেবে তিনি নবনির্মিত এ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী উপলক্ষে সাব-রেজিষ্ট্রি অফিস চত্তরে আয়োজিত সুধি সমাবেশে দিনাজপুর গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে, বিশেষ অথিতি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মীর মো;আল কামাহ তমাল,পৌর মেয়র মাহমুদ আলম লিটন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী সাব-রেজিষ্টার অষোক কুমার বসাক, ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দসহ ও স্থানীয় সুধিজন এবং বীরমুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।