বাঘায় যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহীর বাঘায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বিকেলে বাঘা উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য দেন- বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু, অধ্যক্ষ নসিম উদ্দিন, মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক মনি, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবলীগের সকল ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাঘা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন ও সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু।