তানোরে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সোহানুল হক পারভেজ রাজশাহী : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু হয় যুবলীগের।
বহু চড়াই উৎরাই পেরিয়ে সংগঠনটি আজ পা রেখেছে ৫১ বছরে।ফজলুল হক মনি ছিলেন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবলীগ সেই লক্ষে সামনে অগ্রসর হচ্ছে।
২০১৯ সালে আসে নতুন নেতৃত্ব আশে যুবলীগে, গত প্রায় দুই বছরে নতুনদের নেতৃত্বে কলঙ্ক ঘুচিয়ে শুদ্ধ পথে যাত্রা করেছে এই সংগঠন।
নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে।
আজ (শনিবার) ১১- নভেম্বর ভোর ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮টায় ধানমণ্ডি বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ ১৫ই আগস্ট নিহত সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সারা দেশের ন্যায় রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা লুৎফর হায়দার রশিদ ময়নার নেতৃত্বে তানোর গোল্লাপাড়া বাজারস্থ আওয়ামী লীগ দলিয় কার্যালয়ে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবাষিকী পালন করা হয়।
যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবাষিকীতে তানোর উপজেলা আওয়ামী যুবলীগের অগনিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন, তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না।
এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, মাইনুল ইসলাম স্বপন।
উপজেলা কৃষক লীগের সভাপতি, রাম কমল সাহা।
তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার।
তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক’ প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, আবুব্বাকার।
তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আবুল বাশার সুজন।
তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, জুবায়ের ইসলাম।উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি, শামসুল আলম, সাধারণ সম্পাদক, রামিল হাসান সুইট।
তানোর পৌর যুবলীগের সাবেক সভাপতি, ইকবাল মোল্লা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর,
ইন্তাজ আলীসহ স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল কে তানোর উপজেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।