ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নওগাঁয় রাস্তার পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক ২ 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, November 19, 2023 - 5:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 71 বার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে রোববার দুপুরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে থেকে মামুন হোসেন (৩২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মামুন নওগাঁ সদর উপজেলার কুমুড়িয়া গ্রামের মৃত আলেফ উদ্দীনের ছেলে। আটককৃতরা হলো নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামের ছানা মিয়ার ছেলে সজীব ও কুমুড়িয়া গ্রামের দুলালের ছেলে সুমন।
পুলিশ সূত্র জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ফয়েজ উদ্দীন কোল্ড স্টোরেজের অদুরে রাস্তার পাশের নিচু জায়গা থেকে মামুনের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতের যে কোন এক সময় তাকে অন্য কোথায় হত্যার পর মরদেহ সেখানে ফেলে যাওয়া হয়েছে। এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।#