ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিএনপিতে একটি তালা খুলার মানুষ নাই, তারা কিভাবে আন্দোলন করবে- তথ্যমন্ত্রী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, November 23, 2023 - 2:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 65 বার

রাঙ্গুনিয়া প্রতিবেদক: তথ্যমন্ত্রী ও আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের একটি তালা খুলার মানুষ বিএনপিতে এখন নেই, তারা কিভাবে আন্দোলন করবে। নয়াপল্টনের অফিসে তালা সরকার বা পুলিশে লাগাই নি, বরং তারাই লাগিয়েছে।’ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের ত্রি-বার্ষীক সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে অনেক অপচেষ্টা হয়েছে, কিন্তু নির্বাচনকে নিয়ে মানুষের মাঝে যে উৎসাহ উদ্দীপনা তৈরী হয়েছে তা অভাবনীয়। বিএনপি বলেছিল তাদের জোটের সঙ্গীদের নিয়ে আন্দোলন গড়ে তুলবে, কিন্তু সঙ্গীরা তাদের ছেড়ে চলে যাচ্ছে। ইতিমধ্যে জেনারেল ইব্রাহীমের নেতৃত্বে ৬টা দল ১২ দলীয় জোট থেকে বের হয়ে গেছে। বিএনপি এখন ইঁদুরের মতো হয়ে গেছে। ইঁদুর যেমন গর্ত থেকে উঁকি দিয়ে দেখে আবার গর্তে ডুকে যায়, তেমনি বিএনপিও তাদের ন্যায় গর্তে ডুকে কর্মসূচি ঘোষণা করে আবার গর্তে ডুকে যায়। তাদের কর্মসূচি গাড়ি পোড়ানো, মানুষ মারা, স্কুলের মধ্যেও তারা আগুন লাগিয়ে দিয়েছে, এবার আপনারাই বলেন এদের পক্ষে কি কেউ থাকবে?

হাসান মাহমুদ বলেন, “ইসরায়েল ফিলিস্তিনের প্রায় ১৪হাজার মানুষ হত্যা করেছে। তার মধ্যে সাড়ে নয় হাজার ছিল শিশু এবং নারী। বিএনপি কোন বিবৃতি দেয়নি, প্রতিবাদ করেনি। ইহুদিরা রাগ করবে বলে তাদের যারা মদদ দিচ্ছে তারা রাগ করবে বলে একটা কথাও বলেনি। অন্যদিকে আমাদের নেত্রী জাতিসংঘে গিয়ে প্রতিবাদ জানিয়ে এসেছে। বিএনপি’র উপর আল্লাহ’র গজব পড়েছে।”

বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের আহবায়ক এম. ইসকান্দর মিয়া তালুকদার’র সভাপতিত্বে সদস্য সচিব এস. এম. আবুল ফজল ও যুগ্ম আহবায়ক মাস্টার রশীদ আহমদ’র যৌথ সঞ্চালনায় উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি এম. হারুন উর রশীদ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান শিকদার প্রমুখ।